বাংলা সাহিত্য
no-cover

পাক্ষিক আলিয়া Pakkhik Aliah

আলিয়া সংস্কৃতি সংসদ -এর উদ্যোগ ৷

প্রথম প্রকাশ : 14 জুন 2020

যোগাযোগ: সাইফুল্লা, বাংলা বিভাগ, আলিয়া বিশ্ববিদ্যালয় ৷ Kolkata -14 

Read First Issue Click Here

Second Issue Click Here

 

 

বিশেষ ঘোষণা
আগামী ৫ই সেপ্টেম্বর থেকে আলিয়া সংস্কৃতি সংসদ ও বাংলা সাহিত্য -এর ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে সাপ্তাহিক 'সাহিত্য-সংস্কৃতিবাসর', সময় : সন্ধ্যা ৭:৩০ থেকে ৯.০০ টা পর্যন্ত ৷
প্রতি ইংরেজি মাসের ১ম ও ৩য় শনিবার প্রাজ্ঞজনের সক্রিয় অংশগ্রহণে চলবে কালজয়ী ও সমসাময়িক সাহিত্যিকদের সাহিত্যপাঠ এবং আলোচনা; থাকবে নতুন লেখকদের কবিতা, অনুগল্প, ছোটোগল্প, রম্যরচনা, পত্র ইত্যাদি পাঠের ব্যবস্থা ৷
প্রতি ইংরেজি মাসের 2য় ও ৪র্থ শনিবার অনুষ্ঠিত হবে সাহিত্য-সমাজ-সংস্কৃতি বিয়ক আলোচনা সভা ৷
এই সাহিত্য-সংস্কৃতিবাসরে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই ৷

 

আমাদের whatsapp group এ যুক্ত হতে Click করুন https://chat.whatsapp.com/JIbpWwoUiLFLM9MzOSg0Sl

 

প্রাজ্ঞজনের প্রতি,
সুস্থ জীবন গঠনে সংস্কৃতি চর্চার লক্ষ্যে আমরা সর্বদা ক্রিয়াশীল থাকার চেষ্টা করি৷ এই প্রেক্ষিতে আপনার অনুগ্রহ একান্ত কাম্য ৷ আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রন জানাই ৷ আপনার সুপরামর্শ আমাদের ভবিষ্যৎ জীবনের চলার পাথেয় হোক ৷ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিম্নের LINK CLICK করুন ৷ ধন্যবাদ ৷

 

 

নতুন লেখকদের প্রতি,
আপনারা আমাদের সাহিত্য-সংস্কৃতিবাসরে স্বরচিত লেখা উপস্থাপন করতে চাইলে যোগাযোগ করতে পারেন ৷ সে লেখা কবিতা, অনুগল্প, ছোটোগল্প, রম্যরচনা, পত্রসাহিত্য হতে পারে ৷ আপনার জন্য সর্বোচ্চ সময় ১৫ মিনিট বরাদ্দ থাকবে ৷ উপস্থাপিত লেখার সাপেক্ষে শংসাপত্র প্রদানসহ লেখাটির প্রকাশের ব্যবস্থা থাকবে (Digital or Print Media)৷
এক্ষেত্রে আপনারা TEXT এবং AUDIO বা VIDEO RECORDING পাঠাবেন ৷ আপনি নিজে পাঠ করতে পারেন অন্যথায় আমাদের TEAM এর দ্বারা তা উপস্থাপিত হবে ৷ লেখা পাঠাবার জন্য নিম্নে দেওয়া LINK CLICK করে ফর্ম পূরণ করুন ৷ ধন্যবাদ ৷

 

উপস্থাপকের প্রতি,
কালজয়ী, সমকালীন ও নবীন সাহিত্যিকগনের রচনা ( কবিতা, অনুগল্প, ছোটোগল্প, রম্যরচনা, পত্র সাহিত্য ইত্যাদি ) পাঠ করার জন্য আপনাকে সতত স্বাগত ৷ নিম্নে দেওয়া LINK CLICK করে ফর্ম পূরণের মাধ্যমে আপনার ইচ্ছে প্রকাশ করুন ৷ ধন্যবাদ ৷

 

বি. দ্র. - আমরা বাংলা সাহিত্যের তথ্যকেন্দ্রে মুদ্রিত বই -এর তথ্য নিবন্ধিকরন করি ৷ বাংলা সাহিত্যের পাঠকের কাছে যথাযথ সংবাদ পরিবেশনের জন্য লেখক ও প্রকাশক সমাজের সহায়তা কামনা করি ৷ সম্পূর্ণ বিনামূল্যে সাহিত্যিকদের Online Profile নির্মাণও আমাদের বিশেষ কার্যক্রম ৷ বাংলা সাহিত্যের পাঠকের কাছে আপনার পরিচয় তুলে ধরার জন্য নিচের লিঙ্কে তথ্য Upload করুন ৷

 

Contact: Saifulla,
Secretory, Aliah Sanskriti Samsad
Call & Whatsapp: 8637086469

 

For technical support :
Call or Whatsapp: 7044069355
Email: info@banglasahitya.in
 

 

Share

No comments

Leave a Comment

You must be logged in to post a comment.